অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)’র সংক্ষিপ্ত তালিকায় শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমাটি স্থান পেয়েছে, এমন কথা শুনা যাচ্ছিলো। ইনস্টাগ্রামে অস্কার আয়োজকের একটি পোস্টকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত হয়।
পোস্টটিতে ১৯৯৫ সালে শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার একটি ক্লিপ শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্কার আয়োজকরা। যেখানে এ সিনেমার ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানের একটি শর্টও জুড়ে দেওয়া হয়েছে। এর ফলেই শাহরুখের ‘ডাঙ্কি’ নিয়ে গুঞ্জন উঠেছে। অবশ্য গত কয়েকদিন থেকেই চাউর আছে, শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডে জমা দেওয়া হচ্ছে।
রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। ভিন্ন ধরনের গল্পে নির্মিত সিনেমাটি দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ‘জওয়ান’ এবং ‘পাঠান’র পর, শাহরুখ ভক্তরা আশা করেছিলেন ‘ডাঙ্কি’ একটি বাম্পারহিট সিনেমা হবে। সেটা না হলেও, প্রেক্ষাগৃহে মুক্তির এক মাস পূর্ণ করার আগেই, একাডেমি অ্যাওয়ার্ডে এটি জমা দেওয়ার গুজব সংবামাধ্যমে প্রকাশ হয়েছিল।
যদিও এ বিষয়ে শাহরুখ কিংবা নির্মাতা হিরানীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অবশ্য একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ বিশ্বজুড়ে যেকোনো ধরনের সিনেমাকে সম্মান দেয়, এবং এটি তারই অংশ, এমনটিই জানিয়েছে তারা। সঙ্গে এটাও জানিয়েছে, যদি ‘ডাঙ্কি’ জমা পড়ে সেই তথ্যও প্রকাশ করবেন।
আরও পড়ুন: ‘ইন্ডিয়ান অব দি ইয়ার অ্যাওয়ার্ডস’ নির্বাচিত কিং খান