চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় সম্মাননা অস্কারের ৯৭তম আসর বসবে ২০২৫ সালের ২ মার্চ। আসরকে সামনে রেখে এর মধ্যেই নতুন নীতিমালা অনুমোদন করেছে বোর্ড। বিভিন্ন ক্যাটাগরিতে আসা চলচ্চিত্রকে এখন পরিবর্তিত শর্ত পূরণ করতে হবে।
বড় পরিবর্তন এসেছে অরিজিনাল স্কোর ক্যাটাগরিতে। বিভাগটিতে এখন থেকে সর্বোচ্চ তিনজন ব্যক্তি পর্যন্ত পদক গ্রহণ করতে পারবে। যদিও আগে সিনেমার কম্পোজারদের দলীয়ভাবে আবেদন করতে হতো। গ্রুপ বলতে এখন স্বীকৃত ব্যান্ড হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। তাছাড়া শর্টলিস্ট বাড়িয়ে ২০টিতে উন্নীত করা হয়েছে। শর্টলিস্ট ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের শেষ দিকে। মহামারীর প্রাদুর্ভাবের সময় স্ট্রিমিং কিংবা ভিওডি প্লাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাও অস্কারের যোগ্য বিবেচনা করা হয়েছিল।
তবে এখন সে নীতি থেকে সরে এসেছে বোর্ড। বেস্ট পিকচার বিভাগে প্রতিযোগিতার জন্য চলচ্চিত্রটিকে যুক্তরাষ্ট্রের বিশেষ সাতটি অঞ্চলে কমপক্ষে সাতদিন চলতে হবে। সেটা ধারাবাহিক হোক বা না হোক। এছাড়া প্রাথমিক মুক্তির পরই দেশের শীর্ষ ৫০টি অঞ্চলের মধ্যে অন্তত ১০টিতে টানা ৪৫ দিন থাকতে হবে। বছরের শেষ দিকে মুক্তি দেয়ার পরিকল্পনা রাখা সিনেমাগুলো যে তাদের প্রত্যাশিত সময়ের আগেই প্রেক্ষাগৃহে যাবে, এর নিশ্চয়তা দিতে হবে। যেন সব শর্ত পূরণ হয় ২৪ জানুয়ারি ২০২৫ সালের মধ্যেই। স্ক্রিনপ্লে ক্যাটাগরির জন্য চূড়ান্ত শুটিং স্ক্রিপ্ট জমা দেয়া এখন থেকে বাধ্যতামূলক। তাতে করে চলচ্চিত্রটি স্বতন্ত্র নাকি কোনও রূপান্তর, তা নিশ্চিত হওয়া যাবে। অ্যানিমেটেড ফিল্মগুলো এখন থেকে ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতেও প্রতিযোগিতা করতে পারবে।
চলতি বছরের ১৫ আগস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম, ডকুমেন্টরি ফিচার ফিল্ম ও লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম জমা দেয়ার শেষ তারিখ। অন্যদিকে জেনারেল এন্ট্রি ও অ্যানিমেটেড ফিচার ফিল্ম জমা দেয়ার শেষ তারিখ আগামী ১২ সেপ্টেম্বর।