চট্টগ্রাম নিউমার্কেট মোড় ও জামালখান এলাকার এস এস খালেদ রোডে আন্দোলনকারীদের উপর গুলি চালাচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বেলা দুপুর ১২.৪৫ পর্য়ন্ত কমপক্ষে ২৪ আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মো. তসলিম উদ্দিন বলেন, চলমান আন্দোলন ও সহিংসতায় রোববার সকাল থেকে দুপুর ১.৪৫ পর্য়ন্ত ২৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের বেশিরভাগ ছররা গুলিতে আহত।
আজ সকাল ১০ টা থেকে আন্দোলনকারীরা নিউ মার্কেট মোড়ে অবস্থান নিলে বেলা সাড়ে ১১ টার দিকে সিটি কলেজ এলাকা থেকে এই গুলি চালায় তারা।
এই সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর আন্দোলনকারীরা নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের আশপাশে অবস্থান নিলে পুলিশ তাদের উপর গুলি, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ করছেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও স্থানীয়রা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিটি কলেজ রোডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পেছন থেকে গুলি ছুড়ছে হেলমেট পরা এক লোক। তার পাশে থাকা আরেকজনকে ককটেল নিক্ষেপ করতে দেখা যায়।
এদিকে দুপুর সাড়ে ১২ টা থেকে ১২.৪৫ পর্য়ন্ত এসএস খালেদ রোডে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান বলে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা আবছার উদ্দিন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ :
এদিকে রোববার সকাল ৯টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কওমীপন্থী পটিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। বিক্ষোভের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।