অস্ট্রেলিয়ায় ২০২০ সালে ‘কাউন্টার ইন্টেলিজেন্স’ অভিযান চালিয়ে যে দুই গুপ্তচরকে ওই দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল, তারা ভারতীয় ছিলেন বলে দাবি করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার বাণিজ্য, নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক ক্ষেত্রে নজরদারির পাশাপাশি একাধিক অভিযোগ তোলা হয়েছে ওই ভারতীয় গুপ্তচরদের বিরুদ্ধে।
একাধিক সংবাদমাধ্যমে এই খবর পর ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা দাবি করেছে অস্ট্রেলিয়ার সরকার। ২০২১ সালে, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছিলেন তাদের দেশে কিছু বিদেশি এজেন্ট সক্রিয় রয়েছে। যদিও সেই এজেন্টরা কোন দেশের, এই বিষয়ে সে সময় কোনও তথ্য প্রকাশ করেননি তিনি। এদিকে, চলতি সপ্তাহে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে গোয়েন্দা প্রধান যে বিদেশি গুপ্তচরের কথা বলেছিলেন, তারা ভারতীয়।
অস্ট্রেলিয়ার সরকার অবশ্য এই দাবি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, যে কোনো বিদেশি হস্তক্ষেপের সঙ্গে মোকাবিলা করতে তার সরকার প্রস্তুত। অন্যদিকে, অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ জিম শার্লেমার্স বুধবার সংবাদ সংস্থা ‘অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন’কে (এবিসি নিউজ) বলেন, ‘আমি এই ব্যাপারে না ঢোকার কথাই বলব।’ ‘ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে… এটা একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক। উভয় পক্ষের চেষ্টার ফল স্বরূপ সাম্প্রতিক সময়ে দু’টো দেশ আরও কাছাকাছি এসেছে।’