ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ব্রাইডন কার্স বেটিংয়ে জড়িয়ে নির্বাসিত হলেন। গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। ২৮ বছর বয়সি বোলিং অলরাউন্ডারকে ম্যাচ নিয়ে জুয়া খেলার জন্যই এ শাস্তি পেতে পেলেন।
ব্রাইডন কার্স পাঁচ বছর আগে থেকেই ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া খেলতেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্রিকেট ম্যাচ নিয়ে ৩০৩টি বাজি ধরেন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) কোনো ব্যক্তিকেই বিশ্বের কোনো ক্রিকেট ম্যাচ নিয়ে বাজি ধরার অনুমতি দেয় না। এ ক্ষেত্রে কার্স ইসিবির বিধিভঙ্গ করেছেন।
ইসিবি ১৬ মাসের শাস্তি দিয়েছে কার্সকে। যার মধ্যে ১৩ মাসের শাস্তি স্থগিত রাখা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এমন কোনো অপরাধ না করলে নতুন করে শাস্তি পেতে হবে না ব্রাইডনকে। আপাতত আগামী ২৮ আগস্ট পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে মাঠে নামতে পারবেন না তিনি।
ব্রাইডন কার্স নিজের অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে ডারহ্যামের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছেন। বোর্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন তিনি। কার্স নিজের অপরাধ স্বীকার করেছেন এবং কৃতকর্মের জন্য অনুতপ্ত।
ব্রাইডন কার্স বলেন, ‘হতে পারে ঘটনাগুলো বিগত কয়েক বছর আগের। তাই বলে এটি কোনো অজুহাত হতে পারে না। এমন কাজের জন্য দায় এড়াতে পারি না। কঠিন সময়ে পাশে থাকার জন্য ইংল্যান্ড বোর্ড, ডারহ্যাম ক্রিকেট এবং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞ।’