সরকার পতনের একদফা দাবিতে ‘ছাত্র-জনতা’র চলমান আন্দোলনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির শীর্ষ পর্যায় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোনো নেতা কোথায় কী ভূমিকা রাখছেন সে বিষয়েও দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজখবর নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানাবেন। এদিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ রোববার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে দলীয় ব্যানারে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই আমরা একাত্মতা ঘোষণা করেছি। এখন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সব রকমের সহযোগিতাও থাকবে। যেহেতু এটা শিক্ষার্থীদের আন্দোলন। সেজন্য রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব-কর্তব্য সেই দায়িত্ব-কর্তব্য পালন করছি। সারা দেশে নেতাকর্মীরাও সর্বাত্মক সহযোগিতা করবে, এ আহ্বান রইল।’
দলীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবি এবং বিএনপি ও সমমনা দলের দাবি এক ও অভিন্ন। যেহেতু এই দাবিতে ছাত্র-জনতা, কবি-সাংবাদিক-শিক্ষক-সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছে। কিন্তু এসব মানুষের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন কোনো ধরনের আক্রমণ করতে না পারে সে ব্যবস্থা করতে বিএনপি কিছু নির্দেশনা দিয়েছে, যা ইতোমধ্যে সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৌঁছে দেওয়া হয়েছে।
বিএনপির এক নেতা বলেন, দলীয় নির্দেশনার আগেই স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন দলের অনেক নেতাকর্মী। পাশাপাশি পরিবারের সদস্য-শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক স্বজনরাও মাঠে আছেন। এখন সরাসরি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে দলের নেতাকর্মীদের বলা হয়েছে। এই অবস্থায় বিএনপিও কর্মসূচি দিয়ে দলীয় ব্যানারে রাজপথে থাকবে কি না তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।