বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ৷ ২০২১ সালে ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নায়িকা৷ বিয়ের তিন বছর পার হয়ে গেছে৷
অভিনেত্রীর আত্মীয় ও ভক্তরা সুখবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন৷ তবে কি এবার পাকাপাকি সুখবর দিচ্ছেন ক্যাটরিনা কাইফ৷ যদিও এর আগেও একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে তোলপাড় হয়েছে নেটদুনিয়া৷

শোনা যাচ্ছে মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। সদ্য তাকে ভিকি কৌশলের সঙ্গে দেখা যায় জামনগরে আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টিতে যোগ দিতে। ভিকি কৌশলের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। ল্যাহেঙ্গায় নজর কেড়েছিলেন তিনি।
তবে সেই জামনগর থেকে ফেরার পথে এবার অন্য ছবি ধরা পড়ল পাপারাজ্জিদের ফ্রেমে। ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনা। ওড়না দিয়ে ঢাকা পেট। ফলে অনেকেরই অনুমান তিনিও নাকি অন্তঃসত্ত্বা। মা হতে চলেছেন। তবে সেই খবর এখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেননি তারা।