যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। পুলিশ দুটি বাড়িতে তাদের লাশ পেয়েছে। হামলাকারী এখনো ধরা পড়েনি বলে পুলিশ জানিয়েছে। এছাড়া শিকাগোতে আরেক হামলায় নিহত হয়েছে আরেক ব্যক্তি।
ইলিনয় প্রদেশের জোলিয়েট এবং উইল কাউন্টির পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি আছে। অভিযুক্ত ব্যক্তির নাম রোমিও ন্যান্স।
রিপোর্ট অনুযায়ী, শিকাগোর শহরতলিতে এই হামলা চালানো হয়। এক বন্দুকবাজ তিনটি ভিন্ন জায়গায় হামলা চালায় নিরস্ত্র মানুষের ওপর। এতে সব মিলিয়ে মোট আটজনের মৃত্যু হয়েছে। এদিকে আততায়ীকে এখনো ধরতে পারেনি পুলিশ।