দলীয় দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপির নেতাকর্মীরা। দলীয় প্রধানের মুক্তির দাবিতে তিনদিনের সমাবেশ কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি চলছে আজ। পহেলা জুলাই মহানগর পর্যায়ে এবং ৩ জুলাই জেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে।
শনিবার (২৯ জুন) বিকেল পৌনে ৩টায় ওলামা দলের গোলাম মোস্তফার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশ কেন্দ্র করে দুপুর ২টার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়। এতে কার্যালয়ের সামনের দুই পাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, সকালে বৃষ্টির মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি পিকআপের ওপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়। টাঙানো হয় ব্যানার। মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্য পাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয় মাইক। সকাল থেকেই ঢাকা মহানগরের পাশাপাশি আশপাশের জেলা ও মহানগর থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।