বলিউডের তাকাদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা পছন্দ রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটরসাইকেল এলেই তা তারা সংগ্রহ করেন। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানেরও গাড়ি ও অন্যান্য বিলাসী পণ্যের প্রতি আগ্রহ রয়েছে।
বিশেষ করে নিরাপত্তাজনতি কারণে ব্যয়বহুল গাড়ি ব্যবহার করেন তিনি। এবার তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের। ঘড়িটির দাম ৩১ কোটি ২০ লাখ টাকার বেশি।
জানা যায়, সালমানের হাতের ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্র্যান্ড পাটেক ফিলিপ। ৮.৬৬ ক্যারেটের ১৩০টি হিরা ব্যবহার করা হয়েছে ঘড়িটিতে। পাটেক ফিলিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে সালমানের হাতঘড়িটি পাওয়া যায়।