দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রেখেছিলেন বোলাররা। লক্ষ্য তাড়ায় শুরুতেই টপঅর্ডারদের হারিয়ে চাপে পড়া দলকে পথ দেখালেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের ব্যাট থেকে এলো অপরাজিত সেঞ্চুরি ইনিংস। সাথে দারুণ ব্যাটিং দৃঢ়তায় দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ৩২ বল হাতে রেখে ২৫৬ রানের লক্ষ্য পূরণ করে টাইগাররা।
অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ১৭৫ বলে ১৬৫ রান যোগ করে জয় নিয়ে মাঠ ছাড়েন শান্ত ও মুশফিক। অধিনায়ক হিসেবে প্রথম ও সব মিলিয়ে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে ১২৯ বলে ১২২ রানে অপরাজিত থাকেন শান্ত। বাউন্ডারি হাকিয়ে দলকে জয়ের বন্দরে নেন তিনি।
৮৪ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিক। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।