লিওনেল মেসি ও লুইস সুয়ারেস, দলের দুই তারকা ফুটবলারের এমন উজ্জ্বল দিনে ন্যাশভিলকে উড়িয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।
ঘরের মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। প্রথম লেগে দুই দলের লড়াইটি ২-২ ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৫-৩ অগ্রগামিতায় মহাদেশীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতার সর্বোচ্চ আসরের শেষ আট নিশ্চিত করে ফ্লোরিডার মেসির নেতৃত্বাধীন দলটি।
ম্যাচের অষ্টম মিনিটে মেসির রক্ষণচেরা পাস পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে ফাঁকি দেন সুয়ারেস। ২৩তম মিনিটে ডি বক্সে দিয়াগো গোমেসের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
মৌসুমে মায়ামির হয়ে পাঁচ ম্যাচে মেসির এটি পঞ্চম গোল। আছে দুটি গোলে সহায়তাও।
দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় উঠে যান মেসি। আর্জেন্টাইন তারকার পরিবর্তে নামা রবার্ট টেইলরের গোলে ৬৩তম মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে স্বাগতিকরা। ডান প্রান্ত থেকে সুয়ারেস ক্রস বাড়ান ডি ছোট ডি বক্সের ঠিক সামনে। হেডে লক্ষ্যভেদ করেন টেইলর।
বাংলাদেশ সময় আগামী শনিবার রাতে মেজর লিগ সকারের ম্যাচে ওয়াশিংটন ডি সির দল ডি. সি. ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার।