মেক্সিকোর দল মন্তেরেইয়ের কাছে বিশাল ব্যবধানে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ফ্লোরিডার দলটি। লিওনেল মেসিকে নিয়েও প্রতিপক্ষের মাঠে লড়াই জমাতে পারল না ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে দ্বিতীয় লেগের ম্যাচটি ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির অভিজ্ঞ লেফট-ব্যাক জর্দি আলবা।
গত ৪ এপ্রিল ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল জেরার্দো মার্তিনোর দল। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হেরে আসরের শেষ আটেই যাত্রা শেষ হলো ইন্টার মায়ামির।
প্রতিযোগিতায় টিকে থাকতে এই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাড়াতে হতো মায়ামিকে। কিন্তু ম্যাচের শুরু থেকে বল দখলে নিয়ে খেললেও আক্রমণে তারা ছিল নিষ্প্রভ। পুরো ম্যাচে কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পারে তারা।
ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে সেই একমাত্র গোলটি করেন দিয়াগো গোমেস। এর খানিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আলবা।