কুমিল্লা-৪ (দেবিদ্বার) উপজেলায় নৌকার প্রতীকে জোর করে সিল মারার অভিযোগ উঠেছে। সেখানে ভোটাররা গিয়ে দেখেন আগে থেকেই ব্যালটে নৌকার সিল মারা হয়ে গেছে। রোববার (৭ জানুয়ারি) উপজেলার গুনাইঘর ইউনিয়নের পদ্মকুট গ্রামের পদ্মকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ব্যালট বইয়ের পরপর কয়েকটি পাতায় সিল মারা আছে। এ সময় উপস্থিত সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, কয়েকজন এসে জোর করে সিল মেরে চলে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রব বলেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনটি হওয়ার কথা নয়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী এবং ৮৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ২৫টি।