দীর্ঘদিন সানিয়া মির্জার সঙ্গে সংসার করে আবার বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। তার তৃতীয় স্ত্রীর নাম সানা জাভেদ, পেশায় জাভেদ একজন অভিনেত্রী।
শোয়েব ও সানার কবে বিয়ে হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানি ক্রিকেটার। ফেসবুক পোস্টে স্ত্রীর সঙ্গে ২টি ছবি শেয়ার করে শোয়েব লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’
সৌদি আরবের জেদ্দায় জন্মগ্রহণ করা সানার অল্প বয়সে মডেল হিসেবে আত্মপ্রকাশ হয়। স্কুল ও কলেজ লেভেলে তিনি সৌদি আরবেই পড়াশোনা করেন। উচ্চশিক্ষা গ্রহণ করেন করাচি বিশ্ববিদ্যালয়ে। অভিনেত্রী হিসেবে ২০১২ সালে পথচলা শুরু হয় তার।
সেই থেকে এখন পর্যন্ত ৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন সানা। তার বেশি কাজ টেলিভিশন সিরিয়ালে।
এই অভিনেত্রী ২০২০ সালে পাকিস্তানি গায়ক উমাইর জাসওয়ারকে বিবাহ করেন। গত বছর তার সঙ্গে ডিভোর্স হয়। এবার শোয়েব মালিকের সঙ্গে বন্ধনে আবদ্ধ হলেন তিনি। সানিয়া ছাড়াও এর আগে আয়েশা সিদ্দিকী নামে একজনকে বিয়ে করেছিলেন শোয়েব। ২০০৬ সালে বিয়ের পর ২০১০ সালে ডিভোর্স হয় তাদের।