গত ২৮ ফেব্ররুয়ারী (বুধবার) মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন অষ্ট্রেলিয়ার (মেকা অষ্ট্রেলিয়া) এ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম) সম্পন্ন হয়। এতে নতুন কমিটির গঠন প্রস্তাবিত এবং অনুমোদিত হয়েছে। নতুন কমিটির মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানের সাধারণ নীতি এবং কার্যক্রমের সাথে সঙ্গতি এবং প্রতিষ্ঠানের প্রস্তাবিত লক্ষ্যে অধিকতর মূল্যবান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
এই নতুন কমিটির সভ্যবৃন্দ প্রতিষ্ঠানের বিভিন্ন দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে একসঙ্গে কাজ করতে উৎসাহিত। নতুন কমিটি সদস্যদের তালিকা: প্রেসিডেন্ট: আহমেদ তাহা ফিদাহ ইয়াজদানী, ব্যাচ ৩(‘৭২), ক্যাডেট নং ১১৫ জেনারেল সেক্রেটারিঃ এহসান আহমেদ, ব্যাচ ২০(‘৮৮), ক্যাডেট নং ১০৮৭ ট্রেসারারঃ শাফায়েত করিম, ব্যাচ ৩২(‘০০), ক্যাডেট নং ১৭২৩ অর্গানাইসিং সেক্রেটারিঃ এ কে এম আহসানুর রহমান, ব্যাচ ৩১(‘৯৯), ক্যাডেট নং ১৭০৪ স্টেইট নির্বাহী(এ সি টি) ওমর রহমান, ব্যাচ ২৩(‘৯১), ক্যাডেট নং ১২৫৯ স্টেইট নির্বাহী (ডব্লিউ এ) আনিসুর রহমান, ব্যাচ ৯(‘৭৭),ক্যাডেট নং ৫৬২ স্টেইট নির্বাহী (কিউ এল ডি) ফাহিদ হাসেম, ব্যাচ ২৬(‘৯৪),ক্যাডেট নং ১৪২৪ স্টেইট নির্বাহী (ভি আই সি) শফিক সোবহান, ব্যাচ ২৮(‘৯৬),ক্যাডেট নং ১৫০৭।
যে কোন প্রশ্ন বা তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ইমেইল: meca.aus@gmail.com ফোন: +61423301537