মালদ্বীপ থেকে ভারতীয় সেনাকে সরে যাওয়ার বার্তা দিয়ে, এবার দেশটি চীনের থেকে বিনামূল্যে সামরিক সহায়তা মূলক চুক্তিতে স্বাক্ষর করেছে। মালদ্বীপের চীনপন্থি কূটনীতি বহু দিন ধরেই দিল্লির স্ক্যানারে ছিল। এরপর সদ্য জিনপিং-মইজ্জুদের এ দ্বিপাক্ষিক চুক্তি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বেশ তাৎপর্য বয়ে আনছে।
এদিকে, মালদ্বীপে ভারতীয় সেনাকে প্রবেশ করতে নিষেধ করে কার্যত ডেডলাইন স্থির করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। সদ্য চীনের সঙ্গে তার দেশের এই হাই-প্রোফাইল চুক্তি স্বাক্ষরের পরই মইজ্জু বলেছেন, ১০ মের পর মালদ্বীপে আর কোনও ভারতীয় সেনা প্রবেশ করতে পারবে না। এমনকি, সেখানে সেদেশে সেনার উর্দি ছাড়াও কোনও ভারতীয় সেনা সেদেশে সাধারণ পোশাকেও পা রাখতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি।