ত্রাণ পৌঁছাতে গাজার উপকূলে একটি অস্থায়ী বন্দর স্থাপন করা হবে। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এমন উদ্যোগের কথা ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ভাষণে বাইডেন বলেন, ‘আজ রাতে আমি মার্কিন সামরিক বাহিনীকে গাজার উপকূলে ভূমধ্যসাগরে অস্থায়ী বন্দর স্থাপনের জন্য একটি জরুরি মিশনের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিচ্ছি।’ এই বন্দরের সাহায্যে খাদ্য,পানি এবং ওষুধ অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে বেশি পরিমাণে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি।
বলেন, ‘একটি অস্থায়ী ঘাট গাজায় মানবিক সহায়তা পাওয়ার পরিমাণকে ব্যাপকভাবে বৃদ্ধি করতে সক্ষম করবে।’
বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে বলেন,’ অস্থায়ী বন্দরটিতে একটি ঘাট থাকবে, যার সাহায্যে প্রতিদিন শত শত ট্রাকের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হবে। ‘