সপ্তাহান্তেই খুব সম্ভবত প্রকাশ করা হবে ভারতের সাধারণ নির্বাচনের দিনক্ষণ। তার আগে মানুষের মন জয় করার শেষ সুযোগ হাতছাড়া করেনি নরেন্দ্র মোদির সরকার।
ভারতে পেট্রোল ও ডিজেলের দাম দুই টাকা করে কমিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। প্রায় দুই বছর পরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো দাম পরিবর্তন করল। ভারতের তেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) সকাল ৬টা থেকেই পাম্পে পাম্পে এই সংশোধিত দামে পাওয়া যাবে পেট্রোপণ্য।
এদিকে, কয়েকদিন আগেই গ্যাসের দাম কমিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নারী দিবসের ‘উপহার’ হিসেবে প্যাকেজ করে ১০০ টাকা করে গ্যাসের দাম কমানো হয়েছিল। তখন থেকেই অনেকে আশায় ছিলেন, পেট্রোল ও ডিজেলের দামও হয়তো কমানো হবে। ভোটে কাঠি পড়ার ঠিক আগে শেষ লগ্নে এসে সেই সিদ্ধান্তই নিলো ভারত সরকার।
জানা গেছে, দিল্লিতে পেট্রোলের দাম এখন ৯৪.৭২ রুপি। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম ৮৭.৬২ রুপি। তবে কলকাতায় পেট্রোলের দাম হবে লিটার প্রতি ১০৪.০৩ রুপি। ডিজেলের দাম ৯০.৭৬ রুপি।