বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ছে। তবে চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিদেশে যেতে পারবেন না এবং ঢাকায় থেকে চিকিৎসা নিতে হবে, আগের মতোই এ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এখন পরবর্তী প্রক্রিয়া শেষ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়াকে যে দুটি শর্তে মুক্তি দেয়া হয়েছিল, সেটি সাতবার বাড়ানো হয়েছে। আজকে আবার একই শর্তে তার সাজা স্থগিত রেখে মুক্তির আদেশ আরো ছয় মাসের জন্য বাড়ানো হচ্ছে। এ মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হচ্ছে।’
পরিবারের আবেদনে উল্লেখ স্থায়ী মুক্তি ও বিদেশে নেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় উপধারা ১-এ যে আবেদন ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। এরপর এ আবেদনের ওপর আর কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ নেই, শুধু মেয়াদ বাড়ানো ছাড়া। ঠিক সে কারণেই আমি মেয়াদ বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়ে দিচ্ছি।’
মানবিক কারণে সরকারপ্রধানের নির্বাহী আদেশে খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন। সেই একই কারণে বিদেশে পাঠানোর কোনো সুযোগ আছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘যা-ই করতে হবে আইনের মাধ্যমে করতে হবে। যে আইনে তাকে বের করা হয়েছে, তাতে সুযোগ নেই।’