চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জার্মানির পুলিশ। তারা তিনজনই জার্মানির নাগরিক। জার্মানির যুদ্ধজাহাজের ইঞ্জিন সংক্রান্ত গোপন তথ্য তারা চীনের গোয়েন্দা বিভাগকে দিচ্ছিলেন বলে অভিযোগ।
জার্মানির ফেডারেল প্রসিকিউটর অফিস সোমবার জানিয়েছে, তাদের দৃঢ় ধারণা ওই তিন জার্মান নাগরিক সরাসরি চীনের গুপ্তচর সংস্থার সঙ্গে কাজ করছিলেন। এই তিন ব্যক্তির নাম হারউইগ এফ, ইনা এফ এবং টমাস আর।
ডুসেলডর্ফ এবং বাড হমবুর্গ থেকে তাদেরগ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগে তাদের বাড়ি এবং কাজের জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে বেশ কিছু নথি মিলেছে বলে দাবি করা হয়েছে।
টমাস আর চীনের গুপ্তচর সংস্থার এক কর্মীর এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জানানো হয়েছে। সামরিক কাজে লাগে এমন বহু কারিগরি তথ্য তিনি পাচার করতেন বলে অভিযোগ। হারউইগ এবং ইনাকে এই ব্যক্তি কাজে লাগিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। হারউইগ এবং ইনা ডুসেলডর্ফে একটি সংস্থা তৈরি করেছিলেন। জার্মান বিজ্ঞানী এবং গবেষকদের সঙ্গে কাজ করতো এই সংস্থাটি।
তাদের কাছ থেকে বিভিন্ন সামরিক বিষয়ে তথ্য নিতো সংস্থাটি। ইনাদের সংস্থা একটি জার্মান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি সংস্থার যোগাযোগ করিয়ে দিয়েছিল। ঠিক হয়েছিল, যুদ্ধ জাহাজের ইঞ্জিনের উন্নতির জন্য় জার্মান বিশ্ববিদ্যালয় কাজ করবে। বিদেশে কাজ করার জন্য় জার্মানির আইন তারা লঙ্ঘন করেছিল বলে অভিযোগ।