অনেক দিন থেকে চলা গুঞ্জন সত্যি করে নতুন কোচ হিসেবে ভিনসেন্ট কোম্পানিকেই বেছে নিল বায়ার্ন মিউনিখ। তিন বছরের চুক্তিতে বেলজিয়ামের সাবেক এই ডিফেন্ডারকে নিয়োগের বিষয়টি বুধবার এক বিবৃতিতি জানায় জার্মান ক্লাবটি।
মিউনিখের দলে ৩৮ বছর বয়সী কোম্পানি টমাস টুখেলের স্থলাভিষিক্ত হলেন। সদ্য শেষ হওয়া মৌসুমেই শেষ হয় বায়ার্নে টুখেল অধ্যায়।
কোচ হিসেবে কোম্পানির এটি তৃতীয় ক্লাব। এর আগে নিজ দেশের আন্ডারলেখট ও ইংল্যান্ডের বার্নলির ডাগআউটে ছিলেন তিনি। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নশিপ জিতিয়ে বার্নলিকে তোলেন প্রিমিয়ার লিগে। কিন্তু এই মৌসুমে ১৯তম স্থানে থেকে আসর শেষ করায় ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমন হয় তাদের। তবে বার্নলিকে ক্ষতিপূরণ দিয়েই কোম্পানিকে মিউনিখে নিয়ে এসেছে বায়ার্ন। ক্ষতিপূরণের অঙ্ক ১ কোটি ২৭ ডলার বলে জানিয়েছে ইএসপিএন।
ম্যানচেস্টার সিটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী কোম্পানি উচ্ছ্বসিত বায়ার্নের দায়িত্ব নিয়ে। “বায়ার্নে এই চ্যালেঞ্জের জন্য আমি উন্মুখ। ক্লাবটির হয়ে কাজ করা হবে সম্মানের। আন্তর্জাতিক ফুটবলে বায়ার্ন একটি প্রতিষ্ঠান।”
খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে কোম্পানি কিংবদন্তিদের একজন। ম্যানচেস্টার সিটির হয়ে ১১ মৌসুমে চারটি লিগ শিরোপা ছাড়াও দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ ও দুটি কমিউনিটি শিল্ড জেতেন তিনি।
কোম্পানি এমন সময় বায়ার্নের দায়িত্ব নিলেন, যখন গত এক যুগের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম পার করেছে দলটি। ২০১১ সালের পর এবারই প্রথম বুন্দেসলিগা জিততে পারেনি তারা। ব্যর্থ হয়েছে জার্মান সুপার কাপ, ডিএফবি পোকাল ও চ্যাম্পিয়নস লিগেও।