আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমে এগিয়ে গেল ভালেন্সিয়া। পরে রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিল বার্সেলোনা। আর এভাবেই কাতালান ক্লাবে শুরু হলো হান্স ফ্লিক অধ্যায়।
লা লিগা মৌসুমের প্রথম রাউন্ডে শনিবার রাতে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়াম থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা।
প্রথমার্ধের শেষ দিকে হুগো দুরো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ৩৫ বছর বয়সী সুইডিশ তারকা।
শিরোপাহীন ২০২৩-২৪ মৌসুমের পর শাভি এর্নান্দেসের জায়গায় বার্সেলোনার কোচের দায়িত্ব দেওয়া হয় ফ্লিককে। চোট জর্জর দল নিয়ে জার্মান কোচের হাত ধরে শুরুটা দারুণ হলো তাদের।
চোটের কারণে বাইরে আছেন বার্সেলোনার ইলকাই গিন্দোয়ান, গাভি, ফ্রেংকি ডি ইয়ং, রোনাল্দ আরাউহো ও আনসু ফাতির মতো দলের নিয়মিত সদস্যরা। চলতি দলবদলে লাইপজিগ থেকে আসা দানি ওলমোকে এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা।